রিকশাভ্যানে টুঙ্গিপাড়া ঘুরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মানুষের কাছে ২৭ জানুয়ারির সকালটি ছিল বৈচিত্র্যময় ও ব্যতিক্রমী। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিকশাভ্যানে চড়ে গ্রামের মানুষের অবস্থা জানতে ও নিজ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তার নিজ গ্রাম পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ার মানুষের অবস্থা দেখতে ও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রিকশাভ্যানে ঘুরে বেড়ান। তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধ থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত যান। রিকশাভ্যানে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, তার পতœী পেপি সিদ্দিক, তাদের মেয়ে লিলা তুলি সিদ্দিক ও ছেলে কায়াস মুজিব সিদ্দিক। কায়াস মুজিবকে কোলে নিয়ে শেখ হাসিনা গ্রামের বিভিন্ন স্থানে ভ্যান থামিয়ে স্থানীয় মানুষের সাথে প্রাণ খুলে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। মানুষকে আরও অবাক করে দিয়ে তিনি ফেরার পথে এই ১ কিলোমিটার রাস্তা হেঁটে আসেন।