ক্রীড়া

রিয়ালকে পেছনে ফেললো অ্যাতলেতিকো

অনলাইন ডেস্ক

লা লিগার পয়েন্ট টেবিলে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হটিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দু’দলের পয়েন্ট সমান ২৭। লেভান্তের মাঠে গ্রিজম্যানদের গোল উৎসবই পার্থক্য গড়ে দিয়েছে।

গোল ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নদের ছাড়িয়ে গেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এবারে লিগ সিজনে ক্লাব রেকর্ড ১৩ ম্যাচেই (৭ জয়, ৬ ড্র) অপরাজেয় ধারা ধরে রাখলো অ্যাতলেতিকো। বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াও এখনো হারের স্বাদ পায়নি।

মাদ্রিদ ডার্বি (গোলশূন্য) ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের রিয়াল। লেভান্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ছাড়ে অ্যাতলেতিকো।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোমাকে হারিয়ে নকআউট পর্বের (শেষ ষোলো) আশা বাঁচিয়ে রাখার পর ঘরোয়া লিগে এসে উড়ন্ত জয় উদযাপন করলো অ্যাতলেতিকো। ইউরোপ শেষ্ঠত্বের আসরে তাদের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে চেলসির মাঠে। জিতলেও তাকিয়ে থাকতে হবে রোমা-কারাবাগ ম্যাচের দিকে। রোমার পয়েন্ট ৮, ২ পয়েন্ট পিছিয়ে অ্যাতলেতিকো। নকআউট নিশ্চিত হয়ে গেছে ব্লুজদের।

লেভান্তেকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল উদযাপনে মাতেন দুই ফ্রেঞ্চ ফরোয়ার্ড কেভিন গামেইরো ও টানা ছয়টি লিগ ম্যাচে গোলখরা কাটানো অ্যান্তোনি গ্রিজম্যান। অন্যটি আত্মঘাতী।

শীর্ষস্থানধারী বার্সার (১২ ম্যাচে ৩৪) সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এ নামিয়ে আনলো রিয়াল ও অ্যাতলেতিকো। কাতালানরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *