রোশেনারা : মুক্তিযুদ্ধের এক মিথ
শুদ্ধ উচ্চারণে রওশন আরাই হয়। গ্রাম-বাংলায় তা রোশেনারা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে এই রোশেনারাই ছিল ট্রেঞ্চে ট্রেঞ্চে প্রতিটি মুক্তিযোদ্ধার এক অসম্ভব ভালোলাগা প্রত্যয়ের নাম। রোশেনারাকে বোন ভেবে গর্বে বুক ফুলে উঠত তাদের। শরণার্থী শিবিরগুলোতেও তাই।
কে এই রোশেনারা? রোশেনারা মুক্তিযুদ্ধকালে এই বাংলার প্রতিটি নারী। আমাদেরই বোন। যুদ্ধকালে যে পাল্টা আঘাতকেই মেনেছে শ্রেষ্ঠ রক্ষণ বলে। প্রাণ দেবো ইজ্জত দেবোনা। রোশেনারা আত্মঘাতী হামলা চালিয়েছিল পাকহানাদার বাহিনীর ট্যাঙ্ক বহরে। বুকে মাইন বেধে ঝাঁপিয়ে পড়েছিল ‘জয় বাংলা’ বলে। মৃত্যুকে নির্ভয়ে আলিঙ্গন করা রোশেনারা সেই থেকে কবির কবিতায়, গায়কের গানে, যোদ্ধাদের প্রাণে। রোশেনারা কল্পনার নারী, তবুও কল্পনা নয়। মুক্তিযুদ্ধে বাংলার প্রতিটি নারীই ছিলেন রোশেনারা।
বিজয়ের মাসে রোশেনারাদের সশ্রদ্ধ লালসালাম।
তুলে দিলাম রোশেনারাকে নিয়ে গান ও কবিতা