আন্তর্জাতিক

রোহিঙ্গাদের পাশে ফ্রান্সের ইন্টারনেট সেলিব্রিটিরা

ফ্রান্সের ইন্টারনেট সেলিব্রিটিদের একটি গ্রুপ রোহিঙ্গাদের জন্য অনুদান সংগ্রহ শুরু করেছে। অনুদান সংগ্রহের ওয়েবসাইট GoFundMe এর মাধ্যমে তারা ইতোমধ্যে প্রায় ছয়লাখ ডলার জমা করেছে। টাকার অংকে তা প্রায় সাড়ে ৫ কোটি।

আল জাজিরার অনলাইন ভিডিও চ্যানেল এজে প্লাস জানিয়েছে গ্রুপটির লক্ষ্য ১০ লাখ ডলার সংগ্রহ করা। গ্রুপটির নেতৃত্বে থাকা তরুণ জেরোমি জারে জানিয়েছেন, তারা তাদের ক্যাম্পেইনের নাম দিয়েছেন ‘Love Army For Rohingya’।

GoFundMe এর ওয়েবসাইটে ‘Love Army For Rohingya’ পেইজে অনুদান সংগ্রহকারী তরুণদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, সেবাস, জুয়ানিটা, জুয়ান, ওমর, ডিজে স্ন্যাক, গ্রান্ড জেডি, নাচ, জন রাশিদ, ইভিক, সেব এবং জেরোমি। রোহিঙ্গাদের ওপর চলমা বর্বরতার বিবরণ দিয়ে পেইজটিতে এই জনগোষ্ঠির পক্ষে দাঁড়াতে সবাইকে আহ্বান করা হয়েছে।

বিভিন্ন দেশ থেকে তারা অনুদান সংগ্রহ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *