শোকাবহ আগস্ট

শোকের মাসের প্রথম প্রহরে জাতির পিতাকে স্মরণ করলো ছাত্রলীগ

বছর ঘুরে আবার এলো শোকাবহ আগস্ট। শোকের মাসের প্রথম প্রহরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে জাতির পিতাকে স্মরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার প্রথম প্রহরেই মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আগস্ট মাসব্যাপী কর্মসূচির শুরু হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে একই কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *