শোকের মাস আগস্ট : মাসব্যাপী কর্মসূচি

বাঙালি জীবনের শোক ও বেদনার মাস আগস্ট। ১৫ আগস্ট রক্তের আখরে লেখা একটি নিদারুণ মর্মন্তুদ দিনÑ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদের চক্রান্তে মানবতার দুশমন, ঘৃণ্য ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। শোকাবহ আগস্টে সারা জাতির সাথে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর বেদনাবিধুর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে। সারা জাতি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যকে।
জাতীয় শোক দিবসের কর্মসূচি
ক্স ১ আগস্ট : শোকের মাসের প্রথম প্রহরে (৩১ জুলাই দিবাগত রাত ১২.০১ মিনিট) ধানমন্ডি ৩২নং সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের আলোর মিছিল অনুষ্ঠিত হয়।
Ñ বিকেল ৩টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের রক্তদান কর্মসূচি, ‘কৃষকের কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানন্ত্রী বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি।
Ñ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়।
ক্স ৪ আগস্ট : সকাল ১১টায় শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আলোচনা সভা।
ক্স ৫ আগস্ট : সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণ এবং এবং সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, মিলাদ ও দোয়া মাহফিল। অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
Ñ সকাল ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।
ক্স ৭ আগস্ট : বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রী সমাবেশ।
Ñ বঙ্গমাতা বেগম ফতিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আলোচনা সভা।
ক্স ৮ আগস্ট : সকাল ৮টা ৩০ মিনেটে বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।
Ñ সকাল ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা।
Ñ বাদ আছর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের আলোচনা সভা ও দোয়া মাহফিল।
Ñ ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আলোচনা সভা।
Ñ বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের পথশিশুদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ।
ক্স ১০ আগস্ট : জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আলোচনা সভা।
Ñ বিকেল ৩টায় জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা।
ক্স ১১ আগস্ট : বিকেল ৪টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা।
ক্স ১২ আগস্ট : বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত।
ক্স ১৩ আগস্ট : বিকেল ৩টায় বিএমএ অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) আলোচনা সভা।
Ñ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে ১৩, ১৪ ও ১৫ আগস্ট তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
Ñ সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
Ñ সকাল ৬টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগদান)। এ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নগরীর প্রতিটি শাখা থেকে শোক মিছিলসহ বঙ্গবন্ধু ভবনের সম্মুখে আগমন এবং শ্রদ্ধা নিবেদন।
Ñ সকাল ৭টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।
Ñ সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। টুঙ্গিপাড়ার কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
Ñ বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
Ñ দুপুরে অস্বচ্ছল দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ।
Ñ বাদ আছর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল।
সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের কর্মসূচি
Ñ  বাদ আছর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল।
Ñ  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা, দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ।
Ñ বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
Ñ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডে খাদ্য বিতরণ।
Ñ সকাল ৬টায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত।
Ñ ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে গণভোজ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
Ñ ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের (ঢাকা মহানগর উত্তর) মিরপুর মিল্কভিটা সংলগ্ন কার্যালয়ে গণভোজ ও মিলাদ মাহফিল।
ক্স ১৬ আগস্ট : বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি। আলোচনায় অংশ নেবেন জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীগণ।
ক্স ১৭ আগস্ট : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন।
ক্স ১৮ আগস্ট : বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আলোচনা সভা।
Ñ বিকেল ৪টায় জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আলোচনা সভা।
ক্স ১৯ আগস্ট : বিকেল ৩টায় খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগের আলোচনা সভা।
Ñ বিকেল ৪টায় জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা।
ক্স ২১ আগস্ট : বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা।
Ñ বিকেল ৫টা ২১ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গ্রেনেড হামলায় শহীদ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কুদ্দুস পাটোয়ারীর পরিবারের সাথে সাক্ষাৎ।
Ñ বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
ক্স ২২ আগস্ট : বিকেল ৪টায় ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা।
Ñ বিকেল ৫টায় জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আলোচনা সভা।
Ñ বাংলাদেশ কৃষক লীগের (ঢাকা মহানগর দক্ষিণ) উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
ক্স ২৩ আগস্ট : জাতীয় প্রেসক্লাব সম্মুখে যুব মহিলা লীগের মানববন্ধন।
Ñ  বিকেল সাড়ে ৩টায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা।
ক্স ২৪ আগস্ট : সকাল ৯টা ৩০ মিনিটে নারী নেত্রী বেগম আইভি রহমানের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
ক্স ২৫ আগস্ট : বিকেল ৩টায় বাংলাদেশ তাঁতী লীগের আলোচনা সভা।
ক্স ২৭ আগস্ট : বিকেল ৩টায় বাংলাদেশ কৃষক লীগের আলোচনা সভা।
ক্স ২৯ আগস্ট : বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা।
ক্স ৩০ আগস্ট : ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের আলোচনা সভা।
ক্স ৩১ আগস্ট : বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এমপি।

Leave a Reply

%d bloggers like this: