ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই
১৫ আগস্টের বর্বরতা ঘটেছিল জনগণের চোখের আড়ালে, রাতের অন্ধকারে। কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে প্রকাশ্যে। কোনো জনসভায় হামলা চালিয়ে একটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের মূল নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালানোর কোনো নজির স্মরণকালের আধুনিক ইতিহাসে বিরল।
৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা যে রক্ত গঙ্গা বয়ে দেওয়ার রাজনীতি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় ২১ আগস্টের ভয়াবহ এ গ্রেনেড হামলা।
৭৫ এর ১৫ আগস্টের ঘাতকদের বাঁচাতে যেমন ইনডেমনিটি হয়েছিল একই কায়দায় ২০০৪ সালের ২১ আগস্ট ঘটনার জন্য সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই।