সময়মতো চিকিৎসায় ভালো হবে করোনা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সময়মতো পরীক্ষা ও চিকিৎসা করলে করোনা ভালো হয়ে যাবে। তিনি বলেন, করোনা মোকাবিলায় আইসোলেশন, হোম কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পোশাক শ্রমিকদের করোনা পরীক্ষায় ল্যাব তৈরি করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষার সকল নিয়মগুলো নেমে চললে চিকিৎসা নিলেই করোনা ভালো হয়ে যাবে।