সুপারশপ ও কাঁচাবাজারে সময় বেঁধে দিল ডিএমপি
করোনা পরিস্থিতিতে সুপারশপ ও কাঁচাবাজার কয়টা পর্যন্ত খোলা রাখা যাবে এ বিষয়ে সময় বেঁধে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দেশনায় বলা হয়, সুপারশপ ও কাঁচা বাজার সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করে দিতে হবে। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতায় পড়বে না।
সোমবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর মধ্যে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সুপার শপগুলোতে গিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন। সন্ধ্যা ৬টার মধ্যে যাতে সুপার শপ এবং কাঁচা বাজার বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে ডিএমপির সব বিভাগ নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে।