স্বল্প পরিসরে সংসদীয় কমিটির বৈঠক আহ্বান
কারোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ৩টায় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হবে।
এটি কমিটির ১২তম বৈঠক। এর আগে সর্বশেষ হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক। ২৪ মার্চ এটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো সংসদীয় কমিটির বৈঠক হয়নি।
এই কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এই বৈঠক হবে। আর স্বল্প পরিসরে হবে।