স্বামীর হাতে স্ত্রী খুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরগামারিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইসলামপুরের দক্ষিণ ভেঙ্গুরা গ্রামের ইনছর আলীর মেয়ে রীনা বেগমের (২৬) সাথে দেওয়ানগঞ্জ চর গামারিয়া এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে ফুলো সেকের (৩০) পাঁচ বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামী যৌতুক দাবী করে আসছিল। যৌতুকের টাকা পরিশোধ করতে দরিদ্র বাবা ব্যর্থ হওয়ায় মাঝে মধ্যে ফুলো তার স্ত্রীর উপর নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে রীনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ফুলো। পরে প্রতিবেশীরা ছুটে এসে রীনাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, এ ব্যাপারে ফুলোর বাবা-মাসহ ৩জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: