হঠাৎ কাঁচাবাজার অস্থির
হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শাক-সবজি ও মাছ-মুরগির। সবজিভেদে কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। কেজিতে ১০-৫০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে মাছের বাজার। চড়া রয়েছে মুরগির বাজারও। কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে বিভিন্ন মুরগি দাম।
শুক্রবার (১২ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে আসে।
এসব এলাকার বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে সবজির দাম। কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে এসব এলাকার বাজারে বর্তমানে প্রতিকেজি আকারভেদে পটল বিক্রি হচ্ছে ৪০-৫৫ টাকা, ঝিঙা-চিচিঙা-ধন্দুল ৪০-৬০ টাকা, কাকরোল ৬০-৭০ টাকা, করল ও উস্তি ৬০-৭০ টাকা, কচুর ছড়া ৫০-৬০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
বেড়েছে মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে। কেজিতে ২০-২৫ টাকা বেড়ে বর্তমানে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা কেজি দরে, কেজিতে ২০ থেকে বেড়ে প্রতিকেজি লেয়ার ২২০ টাকা, সাদা লেয়ার ১৯০ টাকা কেজিদরে। কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি সোনালি মুরগী বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা, প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিদরে।
খিলগাঁও বাজারের এক ক্রেতা বলেন, এখন বাজারে সবজির কোনো ঘাটতি নেই কিন্তু দাম বেশি। সিজন না অথচ সব রকম সবজি বাজারে আছে এ অবস্থায় বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম রাখছেন।
সবজি বিক্রেতা আলী বলেন, বর্তমানে অনেক সবজির সিজন না হওয়ায় সেগুলোর বাড়তি দাম রয়েছে পাইকারি বাজারে। তাছাড়া সবজির দাম আমদানির ওপর নির্ভর করে। বাজারে মালামাল বেশি হলে দাম কমে, মালের সংকট হলে দাম বেড়ে যায়।
বোরহান নামে এক মুরগি বিক্রেতা বলেন, দুইদিন ধরে মুরগি সংকট কাপতান বাজারে। এ কারণে সেখানে দাম বাড়তি থাকায় খুচরাতেও দাম বেড়েছে।