হাসপাতালে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান
বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
সোমবার (২৭ এপ্রিল) তাকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেন আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান।
তিনি বলেন, আব্বার হার্টে কিছু সমস্যা রয়েছে। সেইসঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা তৈরি হয়েছে। এ কারণে তাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
তিনি জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।