৭১ এর স্বাধীন বাংলাদেশে প্রকাশিত দৈনিক আজাদী এর সেই কপি..
৭১ এর স্বাধীন বাংলাদেশে প্রকাশিত দৈনিক আজাদীর প্রথম কপিটার একটা ইমেজ কপি পেলাম দৈনিক আজাদী এর সাইট এ। আমার মনে হয় এটার একটা ঐতিহাসিক মূল্য আছে। সবার সাথে শেয়ার করলাম ছবিটা। আমি সবগুলো খবরই পড়ার চেষ্টা করছি। কিছু বেশ অষ্পষ্ট।
সেই সাথে একটা অনুরোধ। কারো কাছে যদি ৭১ এর ডিসেম্বর এর পেপার এর কোন কপি থাকে তাহলে কমেন্টে লিঙ্ক দিলে বড়ই উপকার হয়…
সূএ : দৈনিক আজাদি