‘৭১ এ ঢাকা বিশ্ববদ্যালয়ের গনহ্ত্যার দূর্লভ চিত্র।

দেশের শীর্ষ বিদ্যাপীঠের মেধাবীদের নিশ্বেষ করতে পারলেই একটা জাতির মেরুদন্ড ভেঙ্গে ফেলা যাবে। সেই উদ্দেশ্য সফল করতে পাক বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কর্মচারীদের উপর চালায় নির্মম হত্যা যজ্ঞ।
সারি বদ্ধ ভাবে দাড় করিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে নর পিচাশরা।

Leave a Reply

%d bloggers like this: