প্রতিবেদন

৮টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালানোর লক্ষ্য বাস্তবায়নের জন্যই সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের একটি ঘরও আর অন্ধকারে থাকবে না। ইতোমধ্যে ৮০ শতাংশ মানুষের ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। গত ১ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন সঞ্চালন ও বিতরণ লাইনের পাশাপাশি ৮টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদ্যুৎ নিয়ে হাহাকার অবস্থা ছিল। আমরা বিদ্যুৎ প্রকল্পের বহুমুখীকরণের এবং বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেই। সততা ও দক্ষতার সাহায্যে উৎপাদন বৃদ্ধি করে বর্তমানে আমরা ১৫,৩৫১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব করেছি। প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন।
উদ্বোধন করা বিদ্যুৎকেন্দ্রগুলোতে মোট ১,৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রকল্পগুলোর মধ্যে সদ্য নির্মিত ৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, একটি সাব-স্টেশন এবং একটি সঞ্চালন লাইনও রয়েছে। প্রকল্পগুলো চালু হলে বিভিন্ন জেলার ১০টি উপজেলা এবং বান্দরবানের থানচিতে বিদ্যুৎ শতভাগ নিশ্চিত হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়া কাউস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলোর বৃত্তান্ত তুলে ধরেন। অনুষ্ঠানে একটি ভিডিও ক্লিপিংসও প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১০টি উপজেলা হচ্ছেÑ ঢাকার কেরানীগঞ্জ ও সাভার, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি, গোপালগঞ্জের কোটালীপাড়া, টাঙ্গাইলের ভুয়াপুর, চট্টগ্রামের কর্ণফুলী, ফেনীর দাগনভূইয়া, কিশোরগঞ্জের কুলিয়ারচর, মেহেরপুরের মুজিবনগর এবং নীলফামারীর সৈয়দপুর। সদ্য নির্মিত ৮টি বিদ্যুৎকেন্দ্র হলোÑ শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, খুলনার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, মানিকগঞ্জের ৫৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, নবাবগঞ্জের ৫৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, জামালপুরের ৯৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, বরিশালের ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং মদনগঞ্জ ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *